শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব, বল করতে আর বাধা নেই

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২০, ২০২৫, ০১:৩১ পিএম

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব, বল করতে আর বাধা নেই

সাকিব আল হাসান

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় অংশ নিলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি, যার ফলে তাকে সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়।

তবে সম্প্রতি ইংল্যান্ডে তৃতীয়বার পরীক্ষা দিয়ে তিনি সফল হন। পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন ১৫ ডিগ্রির সীমার মধ্যে রয়েছে। ফলে এখন থেকে নির্দ্বিধায় বোলিং করতে পারবেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় আসে। পরে ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে এবং চেন্নাইতে পরীক্ষায় ব্যর্থ হন। অবশেষে তৃতীয়বার ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হলেন।

এতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি বড় স্বস্তির খবর, কারণ দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে সাকিবের বোলিং ফিরতে পারাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!