প্রকাশিত: : এপ্রিল ১৩, ২০২৫, ০১:৩৫ পিএম
ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট শহরাঞ্চলে যেখানে ৬৮ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে গ্রামীণ এলাকায় এই হার ৩৮ শতাংশেরও কম।
বাংলাদেশে ইন্টারনেট সংযোগের হার ক্রমেই বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে। তিন মাস আগে এই হার ছিল ৫০.৪ শতাংশ।
বিবিএস-এর ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অ্যাক্সেস ও ব্যবহার’ শীর্ষক জরিপে দেখা গেছে, গ্রামীণ এলাকায় ইন্টারনেট ব্যবহারের হার ৪৮.২ শতাংশ এবং শহরাঞ্চলে ৬১.৬ শতাংশ। ব্যক্তি পর্যায়ে ব্যবহারের দিক থেকে শহরে ৬৮ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যেখানে গ্রামে এই হার ৩৮ শতাংশেরও কম।
জাতীয়ভাবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর হার দাঁড়িয়েছে ৪৭.২ শতাংশ। যদিও অর্ধেকের বেশি পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে, সবাই তা ব্যবহার করছেন না।
জরিপে আরও জানা গেছে, ৯৮.৭ শতাংশ পরিবারের মোবাইল ফোন রয়েছে এবং এর মধ্যে ৭২ শতাংশ পরিবারের স্মার্টফোন আছে। তবে কম্পিউটার রয়েছে মাত্র ৯.২ শতাংশ পরিবারের কাছে। ব্যক্তি পর্যায়ে মোবাইল ব্যবহারকারী ৯০ শতাংশের বেশি, আর কম্পিউটার ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ মানুষ।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এই প্রবণতা ইতিবাচক হলেও, শহর-গ্রামের ব্যবধান কমানো ও কম্পিউটার ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি।