শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৪, ২০২৫, ০৫:০৪ পিএম

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। চলুন, এবারের নববর্ষে আমরা অঙ্গীকার করি বৈষম্যহীন, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়ার।’

নতুন বছরে নতুন উদ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের সম্প্রীতির দিন, এক মহামিলনের দিন। এই দিনে পুরোনো সব গ্লানি, কষ্ট, দুঃখ-বেদনা ভুলে গিয়ে আমরা নতুন প্রত্যয়ে, নতুন স্বপ্নে এগিয়ে যাব। নতুন বছরের প্রথম সূর্যোদয়ে আসুন, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষটিকে স্মরণীয় করে তুলি।’

দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের গৌরবের বিষয়। এই ঐতিহ্য আমরা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখব না, বিশ্বের দরবারেও তুলে ধরব। নববর্ষের দিনটি আমাদের সুযোগ করে দেয় নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরার, উৎসবমুখর পরিবেশে নিজেদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকার।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সারা পৃথিবীতে যেখানেই বাঙালি আছে, এই দিনটিই তাদের বর্ষবরণের আনন্দের দিন।’

বাংলা সনের ইতিহাস স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলা সন চালু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, “ফসলি সন” নামে। এখনও দেশের কৃষকেরা এই তারিখ ধরেই ফসল বপন ও ঘরে তোলেন। নববর্ষের অন্যতম ঐতিহ্য হালখাতার কথাও তুলে ধরেন তিনি। আধুনিক যুগেও দেশের হাটবাজারে, শহর-বন্দরে এই রীতি ধরে রাখার জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

তিনি জানান, এবারের নববর্ষে পাহাড় ও সমতলের নানা জাতিগোষ্ঠীও বড় পরিসরে নববর্ষ উদ্‌যাপন করেছে, যা দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।

সবশেষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘নববর্ষ ১৪৩২ আমাদের সবার জন্য নতুন শুভদিনের সূচনা করুক। আমাদের জীবনে নতুন আনন্দ আর সম্ভাবনার উন্মোচন হোক।’ একই সঙ্গে নববর্ষের সব আয়োজনের সফলতা কামনা করেন তিনি।

Link copied!