শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৪, ২০২৫, ০৫:১৫ পিএম

‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘প্রথম আলো’ পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন। আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ৭ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়েছে। এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননা করার জন্য বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সম্পাদক মতিউর রহমান।’

তিনি আরও লেখেন, ‘মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করেনি। এটি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

Link copied!