শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ছায়ানটের বর্ষবরণে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৪, ২০২৫, ০৫:১৬ পিএম

ছায়ানটের বর্ষবরণে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়েছে এক মিনিটের নীরবতা।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে অনুষ্ঠানের শেষ অংশে, সকাল সাড়ে আটটার দিকে, ছায়ানটের শিল্পী এবং উপস্থিত দর্শনার্থীরা দাঁড়িয়ে একযোগে নীরবতা পালন করেন। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় ছায়ানটের এবারের বর্ষবরণ আয়োজন।

নীরবতা পালনের আগে বক্তব্যে ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী বলেন, “ফিলিস্তিনের গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে, বিশেষ করে শিশুদের ওপর চালানো গণহত্যা— তা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। যারা আপন ভূমি রক্ষায় সংগ্রাম করছেন, আমরা তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করি। ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সবাইকে এক মিনিট নীরব থাকার আহ্বান জানাচ্ছি।”

“আমার মুক্তি আলোয় আলোয়”—এই মূল বার্তাকে কেন্দ্র করে সাজানো হয় এবারের বর্ষবরণ অনুষ্ঠান। পরিবেশনায় উঠে আসে আলো, প্রকৃতি, মানবতা ও দেশপ্রেমের ছোঁয়া। গানে গানে নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানটের শিল্পীরা।

ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলও এটি প্রচার করে।

উল্লেখ্য, ছায়ানট ১৯৬৭ সাল থেকে পয়লা বৈশাখে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে নিয়মিত মহড়া অনুষ্ঠিত হয়। আর ৮ এপ্রিল থেকে শুরু হয় রমনার বটমূলে মঞ্চ তৈরির কাজ।

Link copied!