শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এবার বিদেশি কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে মডেল মেঘনা আলম গ্রেপ্তার

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৭, ২০২৫, ০৩:২৬ পিএম

এবার বিদেশি কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে মডেল মেঘনা আলম গ্রেপ্তার

বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন অনুমোদন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন।

ধানমন্ডি থানায় প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনাকে আটক করে পুলিশ। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাসায় জোর করে ঢুকতে চাইছে। প্রায় ১২ মিনিটের সেই লাইভ চলাকালেই তাকে আটক করা হয় এবং কিছু সময় পর তার প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলা হয়। তবে ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরদিন রাত সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। বিশেষ ক্ষমতা আইনে আটক রাখার আবেদন করলে আদালত তাকে ৩০ দিনের রিমান্ডে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।

এই ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে ১২ এপ্রিল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। তিনি মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

Link copied!