রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৪৯ পিএম

এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহে একই সংবাদ এবং একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় একাধিক দিন ধরে প্রতিবেদন প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট সম্পাদকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা এই নোটিশ জারি করেন। এতে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কাছে নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে — দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপাত্র, দৈনিক ঈশিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক সবুজ, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কৃষাণের দেশ, দৈনিক নিউ টাইমস, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।

নোটিশে বলা হয়েছে, চলতি বছরের ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল একই শিরোনামে একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়েছে। পত্রিকাগুলো ভিন্ন হলেও একই সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করায় সংশ্লিষ্টদের পাঁচ কর্মদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ জানাতে বলা হয়েছে। তা না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনা নিয়ে ময়মনসিংহের সাংবাদিক সমাজে আলোচনা তৈরি হয়েছে। দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক ও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক জানান, এ ধরনের ঘটনা আগে ঘটেনি। সম্পাদকদের ডেকে সতর্ক করাই ভালো হতো। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, এক ছাপাখানা থেকে একাধিক পত্রিকায় একই শিরোনাম ও সংবাদ প্রকাশ প্রকাশনা নীতিমালার পরিপন্থি। সম্পাদকদের আরও সচেতন হওয়া দরকার। যদিও এ নিয়ে আগে আলোচনা হলেও জেলা প্রশাসন থেকে এবারই প্রথম নোটিশ দেওয়া হলো।

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল জানান, একই ছাপাখানা থেকে প্রায় ১০-১২টি পত্রিকা ছাপা হয় এবং একজন রিপোর্টারই সেগুলোর দেখভাল করেন। এতে কোনো নিয়ম মানা হয় না। জেলা প্রশাসন, তথ্য অফিস ও গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত তদারকি থাকলে এ ধরনের অনিয়ম হতো না।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বলেন, একাধিক পত্রিকায় একযোগে একই শিরোনাম ও খবর প্রকাশ সংবাদপত্রের নীতিমালার পরিপন্থি। পত্রিকাগুলোকে অবশ্যই নিয়মের আওতায় আসতে হবে, কারণ জনগণ সংবাদপত্র থেকে নির্ভুল ও নিরপেক্ষ তথ্য আশা করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা জানান, একাধিক পত্রিকায় একই শিরোনাম ও সংবাদ প্রকাশের বিষয়টি নজরে আসায় নোটিশ দেওয়া হয়েছে। সম্পাদকরা পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ জানালেই হবে।

Link copied!