প্রকাশিত: : এপ্রিল ২০, ২০২৫, ০৪:৪২ পিএম
প্রবাসী শ্রমিক। ছবিঃ এআই জেনারেটেড
প্রবাসে থাকা ১৮ বছরের কম বয়সি বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ ও ১৭ বছর বয়সিদের অগ্রিম দুই বছরের জন্য তথ্য সংগ্রহ করবে কমিশন। বয়স ১৮ বছর পূর্ণ হলেই তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবে।
ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রবাসীদের বারবার ভোটার করার ঝামেলা কমাতেই এ পদক্ষেপ। পাশাপাশি বিদেশি পাসপোর্টধারী দ্বিতীয় প্রজন্মকেও এনআইডির আওতায় আনার পরিকল্পনা চলছে। শর্ত হিসেবে অবশ্যই ওই ব্যক্তির বাবা-মাকে বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, যা বিদেশের বাংলাদেশি মিশনগুলোতে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে।
এনআইডি উইংয়ের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির জানান, প্রবাসে থাকা ১৮ বছরের কম বয়সিদের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তারা আমাদের রেমিট্যান্সযোদ্ধা। তাই তাদের সেবাটি সহজ ও নিরবচ্ছিন্ন করাটা জরুরি। তথ্য সংগ্রহের পর সবাইকে এনআইডি দেওয়া হবে এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় ভোটার তথ্যভাণ্ডারের (সার্ভার) সঙ্গে যুক্ত হবে তাদের নাম।
বর্তমানে বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশি দূতাবাস ও মিশন রয়েছে। এর মধ্যে সাতটি দেশে ভোটার কার্যক্রম চলছে। আরও ৩৩টি দেশে কার্যক্রম শুরু করতে চায় ইসি। তবে এই সেবায় প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। কারণ, ইসির প্রশিক্ষণ দেওয়া কর্মকর্তারা দেশে ফিরে গেলেও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে ভোটার কার্যক্রম চালানো হচ্ছে, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা কম।
এ অবস্থায় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রত্যেক দেশে দুজন করে দক্ষ কর্মকর্তা-কর্মচারী স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলে এই কাজ সহজ হবে। কারণ, ভোটার নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া, যা দক্ষ জনবল ছাড়া কার্যকরভাবে চালানো কঠিন। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সিদের তথ্য নিবন্ধন করে এনআইডি দেওয়া হবে এবং ১৮ পূর্ণ হলেই ভোটার তালিকায় নাম ওঠানো হবে।