প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ০৫:০২ পিএম
আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না বা আমরা কোনো হুমকি দেখছি না।
রোববার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রসচিব একথা বলেন।
২৬ মার্চের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "আমরা কোনো হুমকি দেখছি না।" কুচকাওয়াজ না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "গতবার হয়নি, এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যুদ্ধের মেজাজে আছি, আনন্দ করার মেজাজে নেই।"
ঈদের ছুটি ধাপে ধাপে দেওয়া হতে পারে জানিয়ে তিনি বলেন, "মালিকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তবে আমরা বলেছি, বেতন-ভাতা যেন যথাসময়ে দেওয়া হয়।"
ঈদের সময় রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় চুরি-ডাকাতির আশঙ্কা নিয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত থাকবে। তিনি বলেন, "পুলিশ আগের চেয়ে শক্তিশালী হয়েছে, আরও শক্তিশালী হবে। ইনশাআল্লাহ, আমরা কোনো হুমকি দেখছি না।"
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় কেমন, জানতে চাইলে তিনি বলেন, "সেটা আপনারা বিবেচনা করবেন।"