শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুযোগ বাতিল করল ভারত

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৯, ২০২৫, ০৬:০২ পিএম

ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুযোগ বাতিল করল ভারত

ভারত, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে (নেপাল ও ভুটান) পাঠানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ বাতিল করেছে। এর ফলে, আপাতত স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে পৌঁছানোর সুযোগ বন্ধ হয়ে গেল।

গতকাল (মঙ্গলবার) ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এই সুবিধা বাতিল করে একটি আদেশ জারি করেছে। ২০২০ সালের জুন মাস থেকে বাংলাদেশ এই সুবিধা পেয়ে আসছিল।

ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২০ সালের ২৯ জুন জারি করা সার্কুলার বাতিল করা হয়েছে এবং সংশোধিত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে, পূর্বে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া হতে পারে।

তবে, ঠিক কী কারণে এই সুবিধা বাতিল করা হয়েছে, তা এখনও জানায়নি ভারতের কর ও শুল্ক বিভাগ।

Link copied!