শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দুটি রবীন্দ্রসংগীতের জন্য তিন কোটি রুপি চাইলেন অরিজিৎ সিং

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৩:১৫ এএম

প্রথমে গান প্রকাশের পর রয়্যালটি ভাগাভাগির প্রস্তাব দেওয়া হলেও এর কয়েকদিন পরই পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়।

দুটি রবীন্দ্রসংগীতের জন্য তিন কোটি রুপি চাইলেন অরিজিৎ  সিং

হিন্দি সিনেমার গানে অনবদ্য নাম অরিজিৎ সিং। তার গায়কীর ওপর ভর দিয়ে অনেক সিনেমা বক্স অফিসে বাজিমাত করেছে; সে কথা মানতেই হবে। সম্প্রতি অরিজিতের কাছে গেল মুম্বাইয়ের নামি অডিও, যারা কিনা হিন্দি ভাষায় প্রকাশ করতে চাইছে ৬টি রবীন্দ্রসংগীত। দুই গানের জন্য তাদের পছন্দ অরিজিৎ সিং। কিন্তু সমস্যা বাধল তার আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে।
ভারতীয় গণমাধ্যমের কাছে সম্প্রতি অরিজিতের পারিশ্রমিক নিয়ে উষ্মা প্রকাশ করলেন আরেক গায়ক বাবুল সুপ্রিয়।
তিনি জানান, রবীন্দ্রনাথের গানগুলোর অনুবাদের দায়িত্ব নিয়েছেন অমিতাভ ভট্টাচার্য। গায়কের তালিকায় আছেন শান, বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল ও মধুমন্তী বাগচি। এছাড়া একক ও দ্বৈত মিলিয়ে দুটি গানে ভাবা হয়েছিল অরিজিৎ সিংকে। সেখানে বাধে গোল।

অডিও সংস্থার প্রস্তাবের কিছুদিন পর অরিজিতের সহকারী জানান, প্রতিটি গানের জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নেবেন গায়ক। আর পারিশ্রমিকের অঙ্ক শুনে হতবাক বাবুল।

এ বিষয়ে বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ এটা সত্যি। এটা তো কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়। রবীন্দ্রসংগীতের মতো ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখাই এ কাজের মূল উদ্দেশ্য। প্রতিটি গানের জন্য দেড় কোটির পারিশ্রমিক চাওয়াটা আমার কাছে খুব অনুচিত। আমি খুবই অবাক হয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমরা তো জানি অরিজিৎ খুব সাদামাটা জীবনযাপন করে। আমরা তা-ই দেখেছি। সে ক্ষেত্রে এই টাকার অঙ্কের সঙ্গে অরিজিৎকে মেলাতে পারছি না। বিশেষ করে যখন গানগুলো গাওয়ার ব্যাপারে ওর সঙ্গে আমার, শুধু পারিশ্রমিক ছাড়া, আর সব ব্যাপারে ফোনে বিস্তারিত কথা হয়েছিল!’

শুরুতে নাকি গান প্রকাশের পর রয়্যালটি ভাগাভাগির প্রস্তাব দেয়া হয়েছিল। তার কয়েকদিন পরই পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়। পরে অরিজিতের সঙ্গে আরেক দফা যোগাযোগ করেও রাজি করাতে পারেনি অডিও সংস্থা। তবে এ বিষয়ে গায়কের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!