প্রকাশিত: : মার্চ ২০, ২০২৫, ০১:১৫ পিএম
আংটির খবর ছড়ানোর আগে, এই কাপল প্যারিস ও মিলানে বিলাসবহুল সম্পত্তি কেনার চেষ্টায় ছিলেন। এতেই তাদের সম্পর্কের গভীরতা আঁচ করা যায়।
প্রেমিকার জন্য মানুষ কত পাগলামিই না করে। তার আরেক নজির গড়লেন মার্কিন-ফ্রেঞ্চ অভিনেতা টিমোথি শ্যালামে। প্রেমিকা কাইলি জেনারের জন্য প্রায় ৪ কোটি টাকা মূল্যের হীরের আংটি কিনছেন এই অভিনেতা। খবর অনুসারে, আংটির অর্ডারও তিনি এরমধ্যে দিয়ে দিয়েছেন।
গুঞ্জন রয়েছে, ‘ডিউন’ তারকাখ্যাত শ্যালামে কয়েক মাস ধরে এই এংগেজমেন্ট অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। দুইজনের সম্পর্কে আরও গভীর করতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
আংটির খবর ছড়ানোর আগে, এই কাপল প্যারিস ও মিলানে বিলাসবহুল সম্পত্তি কেনার চেষ্টায় ছিলেন। এতেই তাদের সম্পর্কের গভীরতা আঁচ করা যায়।
অভিনেতার এক বন্ধু গণমাধ্যমকে বলেন, প্যারিসের এক ডিজাইনার বিশেষভাবে আংটির নকশা করবেন। এটি তৈরি হতে আনুমানিক ৬ সপ্তাহ লাগবে।
শ্যালামে ও কাইলির এংগেজমেন্টের অনুষ্ঠানের তারিখ জানা না গেলেও সেই বন্ধু বলেন, আমি আগে কখনও শ্যালামেকে এতোটা খুশি দেখিনি। তারা যখনই আলাদা থাকে, একে অন্যকে মিস করে।