শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গ্রেপ্তার এড়াতে ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৮, ২০২৫, ০৫:০৮ পিএম

গ্রেপ্তার এড়াতে ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতে প্রায় ৪০০ কিলোমিটার পথ ঘুরে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি ওয়াশিংটন পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে সাধারণ যাত্রাপথের চেয়ে অনেকটা পথ বাড়িয়ে তাকে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে, কারণ বেশ কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে চলতে হয়েছে তাকে।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফলে যেকোনো দেশ, যারা এই আদালতের রায়কে মান্যতা দেয়, সুযোগ পেলে তাকে গ্রেপ্তার করতে পারে। এ ধরনের শঙ্কা থেকেই নেতানিয়াহু তার যাত্রাপথ পুনঃনির্ধারণ করেন।

সাধারণত হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে যেসব দেশ পড়ে, সেগুলোর মধ্যে আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের সন্দেহ ছিল। এই দেশগুলো আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলেও নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হতে পারে এমন আশঙ্কা ছিল। তাই এই রুট বাদ দিয়ে তিনি গ্রিস, ইতালি ও ফ্রান্স হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যান।

তবে হাঙ্গেরি নেতানিয়াহুর যাত্রায় সহায়তা করেছে এবং তার বিমানে জ্বালানি সরবরাহ করেছে। ইসরাইল সরকারের পক্ষ থেকে এই বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয় নেতানিয়াহুর সুরক্ষার স্বার্থে। আন্তর্জাতিক পরিসরে নেতানিয়াহুর এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Link copied!