শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাকে নির্বোধ ও গণ্ডমূর্খ বললেন মাস্ক

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৯, ২০২৫, ০৫:১৫ পিএম

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাকে নির্বোধ ও গণ্ডমূর্খ বললেন মাস্ক

মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে ‍‍`নির্বোধ‍‍` ও ‍‍`গণ্ডমূর্খ‍‍` বলে অভিহিত করেছেন। তিনি নাভারোর বুদ্ধিমত্তাকে ‍‍`এক বস্তা ইটের‍‍` সঙ্গে তুলনা করেছেন।

গতকাল মঙ্গলবার সিএনবিসি-তে প্রকাশিত খবর অনুযায়ী, মাস্ক এবং নাভারোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে, বিশেষত ট্রাম্পের বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে। শুল্ক-যুদ্ধের কারণে বাজারে ধস নামানোর পরই তাদের মধ্যে এই বিবাদ শুরু হয়েছে।

পিটার নাভারো, যিনি ট্রাম্পের বেশ কয়েকটি বাণিজ্য পরিকল্পনার মূল স্থপতি, টেসলার গাড়ি উৎপাদন সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, মাস্ক শুধুমাত্র বিদেশি যন্ত্রাংশ জোড়া দিয়ে গাড়ি ‍‍`অ্যাসেম্বল‍‍` করেন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে গাড়ি উৎপাদন করেন না।

এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মাস্ক সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে বলেন, "নাভারো একেবারে মিথ্যা বলছেন। টেসলা আমেরিকায় সবচেয়ে বেশি গাড়ি উৎপাদন করে। নাভারো এক বস্তা ইটের চেয়েও বড় নির্বোধ।"

এরপর তিনি আরও মজা করে বলেন, "এ ধরনের তুলনা ইটের বুদ্ধিমত্তার প্রতি অপমানের সমতুল্য।"

মাস্কের মন্তব্যের পর, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এ বিষয়ে মন্তব্য করেছেন, তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, "মাস্ক ও নাভারোর মধ্যে মতবিরোধে হস্তক্ষেপ করবে না হোয়াইট হাউস।"

প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির প্রতি মাস্কের সমর্থন যেমন শক্ত, তেমনি তার শুল্কনীতির বিরুদ্ধে তিনি প্রকাশ্যেই আপত্তি জানিয়ে এসেছেন।

বিশ্লেষকদের মতে, এই বিরোধের ফলে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে নতুনভাবে মতভেদ সৃষ্টি হয়েছে, যা তার প্রশাসনের জন্য একটি নতুন চ্যালেঞ্জ।

Link copied!