শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

টেকসই ও ন্যায্য ভবিষ্যত নির্মাণে জাতিসংঘের ওপর আস্থা রাখতে পারে বাংলাদেশ: গুতেরেস

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৫, ২০২৫, ১২:০২ এএম

বৈঠকে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী সংকটও অন্তর্ভুক্ত ছিল।

টেকসই ও ন্যায্য ভবিষ্যত নির্মাণে জাতিসংঘের ওপর আস্থা রাখতে পারে বাংলাদেশ: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সকলের জন্য একটি টেকসই এবং ন্যায্য ভবিষ্যত নির্মাণে জাতিসংঘের ওপর আস্থা রাখতে পারে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

তিনি লিখেছেন, ‍‍`আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণের উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু দেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাছে, আপনারা সকলের জন্য টেকসই ও ন্যায্য ভবিষ্যত নির্মাণে জাতিসংঘের ওপর আস্থা রাখতে পারেন।‍‍`

বৈঠকে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী সংকটও অন্তর্ভুক্ত ছিল।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। 

Link copied!