প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৫:৫৫ পিএম
চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশ, বিশেষত হোহোট শহর, শিশু জন্মহার বাড়ানোর উদ্দেশ্যে একটি অভিনব উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে যে, তারা সন্তান জন্ম দেওয়া নারীদের প্রতিদিন এক কাপ করে বিনামূল্যে দুধ সরবরাহ করবে এবং শিশু পরিচর্যার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সেবায় ভর্তুকি প্রদান করবে।
এই উদ্যোগের লক্ষ্য শিশু জন্মহার বাড়ানো, যা চীনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে টানা তৃতীয় বছর চীনের জনসংখ্যা কমেছে, এবং বিয়ের সংখ্যা পাঁচ বছর ধরে কমছে। ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত `এক সন্তান` নীতি, নগরায়ন, এবং পরিবারের দেখভালের উচ্চ খরচ এ সমস্যা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
এছাড়া, হোহোট শহরের প্রশাসন জানায়, দম্পতিরা তাদের প্রথম সন্তানের জন্মের পর এককালীন ১০ হাজার ইউয়ান (প্রায় ১,৩৮২ মার্কিন ডলার) এবং দ্বিতীয় সন্তান জন্মের পর প্রতি বছর ১০ হাজার ইউয়ান করে পেমেন্ট পাবেন। তৃতীয় সন্তানের ক্ষেত্রে ১০ বছর ধরে একই পরিমাণ অর্থ পাবেন। এই অর্থ স্থানীয় বাসিন্দাদের গড় বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ।
এছাড়া, ১ মার্চের পর সন্তান জন্ম দেওয়া নারীরা বিনামূল্যে দুধ সংগ্রহের জন্য তিন হাজার ইউয়ান মূল্যের ইলেকট্রনিক ভাউচার পাবেন।