প্রকাশিত: : মার্চ ১৯, ২০২৫, ০৪:৩৬ পিএম
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ নিজ এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছেন। কেউ রাজধানী ঢাকা, চট্টগ্রাম বা খুলনায় পাড়ি জমাচ্ছেন, আবার কেউ উন্নত জীবনের আশায় বিদেশে যাচ্ছেন।
এক গবেষণা বলছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শ্রমিকরা গড়ে ৪ লাখ ৬১ হাজার ২২০ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে ২৫ শতাংশ টাকা এসেছে জমি বিক্রি করে, আর ১৮ শতাংশ নেওয়া হয়েছে উচ্চ সুদের ঋণের মাধ্যমে।
ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) গবেষণাটি পরিচালনা করে।
গবেষণাটি পিরোজপুরের মঠবাড়িয়া ও সিলেটের গোয়াইনঘাট এলাকার অভিবাসন পরিস্থিতি নিয়ে করা হয়। এতে ৬৪৮ জনের ওপর জরিপ চালানো হয় এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ১৮টি বৈঠক ও ২৭ জন অভিবাসী শ্রমিকের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়।
প্রতিবেদনে উঠে এসেছে, শ্রমিকদের অনেকেই বিদেশে গিয়ে আধুনিক দাসত্বের শিকার হয়েছেন। তাদের বেশিরভাগই বেতন কম পাওয়া, বেতন আটকে রাখা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং চলাফেরার ওপর বিধিনিষেধের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন।
গবেষণা অনুযায়ী, অন্তত ৯৯ শতাংশ শ্রমিক দাসত্বের কোনো না কোনো রূপের শিকার হয়েছেন, আর ৮১ শতাংশ শ্রমিক পাঁচটির বেশি নিপীড়নের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
অনুষ্ঠানে অভিবাসন খাতের সাংবাদিকদের চারটি ফেলোশিপ পুরস্কার দেওয়া হয়। বাংলা সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন, ইংরেজি সংবাদপত্র ক্যাটাগরিতে ডেইলি স্টারের আব্দুল্লাহ মো. আব্বাস, টেলিভিশন ক্যাটাগরিতে ডিবিসি নিউজের তাহসিনা সাদেক এবং অনলাইন ক্যাটাগরিতে জাগোনিউজের রায়হান আহমেদ এই ফেলোশিপ পেয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আবদুল মালেক, ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ওকাপের গবেষণা ম্যানেজার উর্মি জাহান।