শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চন্দ্রিমা উদ্যানের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করে প্রজ্ঞাপন

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ২০, ২০২৫, ০২:৫৮ এএম

গত ১১ মার্চ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপণটি জারি হয়।

চন্দ্রিমা উদ্যানের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করে প্রজ্ঞাপন

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’নাম  পুনর্বহাল করে ‍‍`জিয়া উদ্যান‍‍` রাখা হয়েছে।। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল 
হিসেবেই  পুনঃপরিবর্তন করা হয়েছে নামটি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’ এর পরিবর্তীত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

গত ১১ মার্চ প্রজ্ঞাপন জারি হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকে তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

Link copied!