শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২০, ২০২৫, ০১:৩৯ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ তথ্য জানান।

এম এ মালেক বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’

তিনি আরও জানান, চিকিৎসকেরাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন এবং ফ্লাইটের বিষয়টিও নির্ভর করবে নির্ধারিত সময়ের ওপর। তবে খালেদা জিয়া দেশে ফেরার জন্য প্রস্তুত আছেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের লিডারের দেশে যাওয়ার সময় এখনো নিশ্চিত নই। তবে ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর হয়তো তিনি ফিরবেন। একসঙ্গে দুজন যাবেন না, এটা আমি বিশ্বাস করি।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিম। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ।

Link copied!