প্রকাশিত: : মার্চ ২০, ২০২৫, ০১:৪৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন।
বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, মামলায় দুদক আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত তাদের খালাস দিয়েছেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই এবং তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেন হয়। এক-এগারোর সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করেছিল।