প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ১২:১৮ পিএম
‘আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং জানা-অজানা অনেক বিষয় উঠে এসেছে এই বইতে। সময় স্বল্পতার কারণে বিশদভাবে লেখার সুযোগ হয়নি।" জানালেন আসিফ মাহমুদ
জুলাই আন্দোলন নিয়ে লেখা একটি বই প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
প্রকাশের এক অনুষ্ঠানের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং জানা-অজানা অনেক বিষয় উঠে এসেছে এই বইতে। সময় স্বল্পতার কারণে বিশদভাবে লেখার সুযোগ হয়নি।
তবে আন্দোলনের সংগঠক ও অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান থাকবে—আপনারাও লিখুন। সবার গল্প একত্রিত হলে আগামী প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।’
বইটিতে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক ও আন্দোলন পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।