শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৭, ২০২৫, ০৪:১৬ পিএম

বিশ্বখ্যাত স্থপতি নরম্যান ফস্টার এই প্রকল্পের নকশা তৈরির দায়িত্বে রয়েছেন। তিনি এটিকে ‘বিশ্বের অন্যতম চমৎকার প্রকল্প’ হিসেবে উল্লেখ করেছেন।

১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!

প্রস্তাবিত স্টেডিয়ামের ধারণা দিতে তৈরি কম্পিউটার জেনারেটেড ছবি। ছবি: ফস্টার + পার্টনার্স/পিএ

ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা দিয়েছে, তারা নতুন এক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে ১ লাখ দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে। বিশ্বখ্যাত স্থপতি নরম্যান ফস্টার এই প্রকল্পের নকশা তৈরির দায়িত্বে রয়েছেন এবং তিনি এটিকে ‘বিশ্বের অন্যতম চমৎকার প্রকল্প’ বলে উল্লেখ করেছেন।

বর্তমান ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম একসময় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ভেন্যু ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক স্টেডিয়ামগুলোর তুলনায় এটি পিছিয়ে পড়েছে। এ কারণেই ক্লাবের অংশীদার জিম র‍্যাটক্লিফ নতুন স্টেডিয়ামের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওল্ড ট্র্যাফোর্ডের ঐতিহ্য ধরে রেখে পাশেই নতুন স্টেডিয়াম তৈরি করা হবে, যা সমর্থকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা দেবে।

ফস্টার জানিয়েছেন, নতুন স্টেডিয়ামের নকশায় সমর্থকদের অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। গ্যালারির শব্দ আরও শক্তিশালী হবে এবং দর্শকদের খেলার আরও কাছাকাছি আনা হবে।

এটি যুক্তরাজ্য সরকারের বৃহত্তর নগর উন্নয়ন পরিকল্পনার অংশ। তবে ক্লাবের আর্থিক সংকট প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাজে আর্থিক অবস্থার কারণে ক্লাবটি কর্মী ছাঁটাইসহ খরচ কমানোর নানা পদক্ষেপ নিয়েছে।

ক্লাবের সাবেক ফুটবলার গ্যারি নেভিলকে এই প্রকল্পের টাস্কফোর্সে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে র‍্যাটক্লিফ বলেছেন, "নভেম্বরে কিছু না বদলালে ক্লাবের টাকা শেষ হয়ে যাবে।"

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খরচ কমাতে ইউনাইটেড কর্মীদের ফ্রি লাঞ্চ সুবিধা বাতিল, এক্সিকিউটিভ বোনাস হ্রাস এবং কিছু দাতব্য অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪তম স্থানে রয়েছে, যা তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বাজে পারফরম্যান্স। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জও নতুন স্টেডিয়াম বাস্তবায়নের পথে বড় বাধা হতে পারে।

Link copied!